মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ আত্মীয়স্বজনদের মাঝে ভুল বুঝাবুঝি ছিল বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে আলেয়া বেগম লিখিত বক্তব্যে বলেন, ৬ অক্টোবর কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আপন ছোটভাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তিনি একটি সংবাদ সম্মেলন করেন। আসলে ২০১৩ সালের একটি স্বত্ব মোকদ্দমা দায়েরের জের ধরে তারা ভাই-বোন ও তার স্বামী সহ স্বজদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে সম্পর্কের অবণতি হয়। তৈরি হয় দুরত্ব। এর পরিপ্রেক্ষিতেই তিনি ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন করেন।
Leave a Reply