মৌলভীবাজার প্রতিনিধি : স্কুল শিক্ষর্থীদের ব্যাংক হিসাব খোলায় উৎসাহিত করতে ও সঞ্চয়ী করে তুলতে স্কুল ব্যাংকিং উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি স্কুল ব্যাংকিং’ এই স্লোগান নিয়ে জেলার সকল তফসিলী ব্যাংকের উদ্যোগে শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভযাত্রাটি বের হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও ব্যাংক কর্মকর্তারা অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ব্যাংকার এ এস এম শামীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার উপ মহাব্যবস্থাপক মো আব্দুল হাছিব, সোনালী ব্যাংক মৌলভীবাজার শাখার উপ মহাব্যবস্থাপক আব্দুল রউফ তালুকদার ও মৌলভীবাজার ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো আবু তাহের।
বক্তারা জানান, শিক্ষার্থীদের জন্য ব্যাংক হিসাব খুলতে অন্য হিসাবের মত কোন খরচ লাগবে না। এই উদ্যোগ শিক্ষার্থীদেরকে ব্যাংক হিসাব পরিচালনায় অভ্যস্থ করবে। এছাড়া সঞ্চয়ী ও স্বাবলম্বী করে তুলবে।
Leave a Reply