মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ৩য় মৃত্যুবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে হযরত শাহ মোস্তফার মাজার এলাকায় সৈয়দ মহসিন আলীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরিবারের সদস্য বৃন্দ এবং আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া পরিবারের উদ্যোগে দর্জির মহল বাসভবনে কোরআনে খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দিরে প্রার্থনাও আয়োজিত করা হয়েছিল।
সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে দুইবার সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Leave a Reply