মৌলভীবাজার প্রতিনিধি : ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে জনপ্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বসানো হয়েছে পুলিশ চেক পোস্ট। ফলে শহরের ব্যস্ততম সড়কগুলো জনশূন্য হয়ে পড়েছে।
সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছে সেনাবাহিনী। এছাড়া পৌরসভার উদ্যোগে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাস্তায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকেই শহর জুড়ে বিরাজ করছে সুনসান নীরবতা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকান ছাড়া সব বন্ধ। পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ হয়ে গেছে সকল প্রকার গণপরিবহণও। একই চিত্র জেলার ৭টি উপজেলায়ও।
যারা বাড়ি থেকে বের হচ্ছেন তাদেরকে চেক পোস্টে আটকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উত্তর সন্তোষজনক না হলে অর্থাৎ বের হওয়ার বিশেষ কারণ না থাকলে বাড়িতে ফেরৎ পাঠানো হচ্ছে।
Leave a Reply