মৌলভীবাজার প্রতিনিধি : সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর। মৌলভীবাজারে দিনটি নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলার বাহারমর্দনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন এবং শিরনি বিতরণ করা হয়।
এর আগে সকালে দলের জেলা সভাপতি নাসের রহমান এম সাইফুর রহমানের মাজারে ফুল দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন।
এম সাইফুর রহমান ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে এবং ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে নির্বাচিত হন। ২০০৬ সালের ৮ জুন তিনি জাতীয় সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক বাজেট পেশকারী হিসেবে রেকর্ড গড়েন।
তিনি বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার খড়িয়ালায় সিলেট-ঢাকা মহাসড়কে এক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
Leave a Reply