মৌলভীবাজার প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ও সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে মৌলভীবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে একটি বাড়ি একটি খামার, নিরাপত্তা, বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা ও ডিজিটাল বাংলাদেশ সহ ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধীসমাজের সাথে মতবিনিময় করেন তথ্য সচিব মরতুজা আহমদ।
তিনি সরকারের এ সকল উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মো তোফায়েল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ মাসুকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ।
Leave a Reply