মৌলভীবাজার প্রতিনিধি : সমন্বিত উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মৌলভীবাজার শহরের পানি নিঃষ্কাশনের মূল পথ কোদালীছড়া খনন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনও এতে অংশ নিয়েছে।
অভিযান উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে স্বেচ্ছাশ্রমে সবাই ৭টি দলে ভাগ হয়ে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কোদালীছড়া খনন ও পরিচ্ছন্নতার কাজ শুরু করেন।
এতে মৌলভীবাজার শহর জলাবদ্ধতা, ময়লা-অবর্জনা ও কোদালীছড়ার বিভিন্ন অংশ অবৈধ দখল মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া মোস্তফাপুর, গিয়াসনগর ও নাজিরাবাদ ইউনিয়নে সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কোদালীছড়ায় আরো ৪ কিলোমিটার খনন ও দুই পাড়ে বাঁধ নির্মাণ চলছে।
Leave a Reply