মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে ফিতা কেটে এসএমই পণ্য মেলা উদ্বোধন করেন, প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমদ। উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সহ সভাপতি আবু সুফিয়ান ও নাসিব সভাপতি বকশি ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান।
Leave a Reply