মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার লামুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের জমসেদ মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী মনর মিয়ার মধ্যে জমি নিয়ে অনেক দিন যাবৎ বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহতদেরকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply