বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে হজরত শাহজালালের (র) সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমারের (র) ৬৮৪ তম ওরস অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আগের দিন থেকে বসেছে লোকজ মেলা। রাতেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে। প্রথা অনুযায়ী এবারও বুধবার (১৫ জানুয়ারি/১ মাঘ) সকাল ১০টায় মৌলভীবাজার শহরে অবস্থিত হজরত শাহ মোস্তফার (র) মাজারে গিলাফ চড়ানো, শিরনি বিতরণ ও জিকির আজকারে শুরু হয় বার্ষিক ওরস মোবারক। গিলাফ চড়ানোর সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো শামসুল হক, ওরস উদযাপন কমিটির আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল ও দরগা শরীফের মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ। ওরস উপলক্ষে সাজানো হয়েছে পুরো মাজার এলাকা। প্রতিবারের ন্যায় এবছরও ৩২টি গরু জবাই করে শিরনির আয়োজন করা হয়। নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে।
শাহ মোস্তফা সড়ক ও বেড়িরপাড় সহ প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বসেছে লোকজ মেলা, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা পসরা সাজিয়েছেন। বেচাকেনাও ভালো হচ্ছে।