মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের উন্নয়নে আমরা ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটস অ্যাপ গ্রুপের যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে ও পৌরসভার ব্যবস্থাপনায় লন্ডন ক্লক টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, পৌর মেয়র ফজলুর রহমান। এসময় আমরা ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটস অ্যাপ গ্রুপের যুক্তরাজ্যের প্রতিনিধিগণ ছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, প্যানেল মেয়র ফয়সল আহমদ, প্যানেল মেয়র আসাদ হোসেন মক্কু, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, কাউন্সিলর আয়াছ আহমদ ও কাউন্সিলর জালাল আহমদ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শামছুল ইসলাম মোনাজাত করেন।
প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার সৌন্দর্য বাড়াতে প্রবাসীদের দেয়া প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে লন্ডন ক্লক টাওয়ার নির্মাণ করা হচ্ছে।
Leave a Reply