এ এস কাঁকন, মৌলভীবাজার : করোনা সংক্রমণ রোধে লকডাউনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে জেলার সকল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার-ভূমি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ১৬৭ জনকে ৮৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া জেলা শহরের প্রত্যেকটি মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।
এদিকে মৌলভীবাজারে একদিনেই করোনা শনাক্ত হয়েছে ৫২ জনের। সিভিল সার্জন জানান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে আসা প্রতিবেদন অনুয়ায়ী, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩০টি নমুনা পরীক্ষায় এই ফলাফল আসে। নতুন আক্রান্ত ৫২ জনের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ৯ জন, বড়লেখার ৩ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ২ জন, জুড়ীর ৬ জন ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২৬ জন। আক্রান্তের হার ৪০ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ২১ জন।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্য মতে, জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৫ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৮৫ জন।
দ্বিতীয় দিনেও সকাল থেকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার জেলার সকল উপজেলায় লকডাউন কার্যকরে মাঠে কাজ করছে।
Leave a Reply