মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের নেতৃত্বে মৌলভীবাজার শহিদমিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় শহিদমিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান, সহ সভাপতি আজমল হোসেন ও সাংগঠনিক সম্পাদক অজয় সেন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাবেক লীগ ও তাঁতী লীগের নেতাকর্মীরা।
Leave a Reply