মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের প্রবীণ রাজনীতিবিদ, প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে ।
শনিবার সকাল ৯টায় মৌলভীবাজার প্রেসক্লাবে ও সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদমিনারে তার মরদেহ রাখা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধারা গজনফর আলী চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১১টায় টাউন ইদগা মাঠে বীর মুক্তিযোদ্ধা গজনফর আলী চৌধুরীকে গার্ড অব অনার দেয়া হয়। পরে মৌলভীবাজার দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ মুহিদ উদ্দিনের ইমামতিতে অনুষ্ঠিত হয় মরহুমের নামাজে জানাজা। নামাজে জানাজা শেষে শাহ মোস্তফা দরগা প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।
Leave a Reply