মৌলভীবাজার প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরা নিশ্চিত করতে র্যাব-৯ শ্রীমঙ্গল ইউনিট মৌলভীবাজারে অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পৃতিবার দুপুরে শহরের চৌমোহনায় প্রায় এক ঘণ্টা এই অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো রুহুল আমিন। এসয় যারা মাস্ক ছাড়া ঘুরাফেরা করছেন বা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তাদেরকে আটকে প্রথমে সচেতন করা হয়। পরে মাস্ক পরিয়ে ও জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে জরিমানার পাশাপাশি যানবাহন চালক, যাত্রী, জনসাধারণ ও পথচারীদের মধ্যে বিনামূল্যে ফেস মাস্ক বিতরণ করেন, র্যাব-৯ শ্রীমঙ্গল ইউনিটের মেজর আহমেদ নোমান জাকির। এ সময় তিনি বলেন, জেল-জরিমানা করাই অভিযানের মূল উদ্দেশ্য নয়। অভিযানের মাধ্যমে তারা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন-সচেতন করছেন। আর যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে।
Leave a Reply