মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ঘরগাঁও গ্রামে মানসিক রোগী শফিক মিয়ার ছুরিকাঘাতে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন নারী। পুলিশ ঘাতককে আটক করেছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঘরগাঁও গ্রামের শফিক মিয়া হঠাৎ ধারালো একটি ছুরি নিয়ে বাড়ির লোকদের উপর আক্রমণ চালান। এ সময় বাড়িতে থাকা ৫ জন নারী আহত হন।
পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শফিক মিয়ার চাচাতো ভাইয়ের স্ত্রী নজরুন বেগম ও ভাতিজী সায়রা বেগমকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন শফিক মিয়ার দুই মেয়ে ও ছোট ভাইয়ের স্ত্রী। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শফিক মিয়া অনেক দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানা যায়।
Leave a Reply