মৌলভীবাজার প্রতিনিধি : ‘আসুন মাদকের বিরুদ্ধে যোদ্ধ ঘোষণা করি’-এ স্লোগানে মৌলভীবাজারে ‘মাদক নির্মূল ও মাদক-সন্ত্রাসীদের প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ও জেলা পুলিশেরর সহযোগিতায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ফজলুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
সভাপতিত্ব করেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি।
বক্তারা বলেন, বর্তমানে সমাজের জটিল ও মারাত্মক সমস্যা হচ্ছে মাদক। এর হিংস্র ছোঁবলে আক্রান্ত হচ্ছে দেশের যুবকরা। সমাজকে মাদকমুক্ত করতে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
Leave a Reply