মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারকে মাদক মুক্ত করতে গত তিন মাসে মদ, গাঁজা ও ইয়াবা সহ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য পুলিশ আটক করেছে।
এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত ৪৬ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার মডলে থানায় এক সংবাদ সম্মলেনে এ তথ্য জানান পুলিশ সুপার মো শাহ জালাল।
তিনি আরো জানান, মৌলভীবাজারকে মাদক মুক্ত করার অভিযানের ধারাবাহিকতায় বুধবার মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযানে শহরের গোবিন্দশ্রী এলাকায় পুলিশের উপর হামলায় এক এসআই সহ ৪ পুলিশ আহত হয়। এ সময় আত্মরক্ষার্থে পুলশি ৩ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে মাদক ব্যবসায়ী রুহলে আহমদ নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১টি চাপাতি, ১টি ছুরি ও ১০৩ পিচ ইয়াবা উদ্বার করা হয়।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ মাদক বিক্রেতা চক্রের অপর সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply