মৌলভীবাজার প্রতিনিধি : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (মঙ্গলবার) প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং প্রতিষ্ঠান মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে এসে সমবেত হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ ও পৌরসভার কর্মকর্তারা এবং মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি ও সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।
এছাড়াও সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গভীর রাত পর্যন্ত শহীদ মিনারে ফুল নিয়ে আসেন।
Leave a Reply