মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজার পৌরসভা মশক নিধন ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছে।
গত একমাসে জেলায় মোট ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ১৩ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন। ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
এদিকে মশক নিধন ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভা সোমবার সকালে শহরের বিভিন্ন পরিবহণ স্ট্যান্ডে মশক নিধন স্প্রে বিতরণ করেছে। পৌর মেয়র ফজলুর রহমানের উপস্থিতিতে চৌমোহনা মাইক্রোবাস স্ট্যান্ডে চালকদের মধ্যে তা বিতরণ করেন, পুলিশ সুপার ফারুক আহমেদ। এরপর শহরের মাইক্রোবাস, বাস ও ট্রাক স্ট্যান্ডে প্রায় ৪শ মশক নিধন স্প্রে বিতরণ করা হয়।
Leave a Reply