মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ‘রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে ভূমি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে একটি রিসোর্টের সম্মেলন কক্ষে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এবং সিলেট বিভাগীয় কমশিনারের কার্যালয় ও মৌলভীবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমশিনার মেজবাহ উদ্দিন চৌধুরী। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আব্দুল হাইয়ের সভাপতিত্বে মূখ্য সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক জ্যেষ্ঠ সচিব মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমশিনার মৃণাল কান্তি দেব ও মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
কর্মশালায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ও রেভিনিউ ডেপুটি কালেক্টর পর্যায়ের ৩৫ জন কর্মকর্তা অংশ নেন।
Leave a Reply