মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের দরগা মহল্লা এলাকায় সূর্যের হাসি ক্লিনিকে শিশুদের নীল ও লাল রঙের ক্যাপসুল খাইয়ে এর শুভ উদ্বোধন করেন, পৌর মেয়র ফজলুর রহমান।
এবার সারা জেলায় ৬ থেকে ১১ মাসের প্রায় ২৯ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ লাখ ৪৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
এবার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন ও পৌরসভার ২১০টি ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয়। এ জন্যে ২৪৫ জন স্বাস্থ্যকর্মী, ২৬২ জন পরিবার কল্যাণ সহকারী ও ৯টি পৌরসভায় ৯ জন টিকাদান কর্মী নিয়োজিত ছিলেন।
Leave a Reply