মৌলভীবাজার প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, বন বিভাগের বেদখল হওয়া জমি উদ্ধার করে বনায়ন করা হবে। এ ব্যপারে তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও জরবায়ু পরির্বতন রোধে বেশি করে দেশী গাছ লাগাতে হবে।
শনিবার সকালে মৌলভীবাজারে সপ্তাহব্যাপী জেলা বনজ ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, গাছ কাটা ও চুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা লাগবে।
বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
মন্ত্রী সেখানে বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য নেছার আহমদ, নারী সাংসদ সৈয়দা জোহুরা আলাউদ্দিন ও পুলিশ সুপার ফারুক আহমেদ।
পরে শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের ৩টি চারা ও বনায়নে উপকার ভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়। বৃক্ষমেলায় ৩০টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য বৃক্ষমেলা উন্মুক্ত থাকবে।
Leave a Reply