বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : ‘অর্ন্তভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার, ১১ জুলাই সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম। পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো আজমল হোসেন ও ডা বিশ্বজিৎ ভৌমিক।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৯ জন শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply