মৌলভীবাজার প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে পরিবার পরিকল্পনা বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী। সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক এ কে এম আব্দুস সোবহান।
Leave a Reply