মৌলভীবাজার প্রতিনিধি : ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এই স্লোগানকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মরণে দেশব্যাপী ৩০ লাখ বৃক্ষ রোপণের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও পৌর মেয়র ফজলুর রহমান। পরিচালনায় ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
অতিথিরা নাগেশ্বর, বকুল, কৃষ্ণচূড়া, কাঁঠাল, জারুল, বারগনি, নিম, মেহগনি, মহুয়া, সোনালু, দেবদারু ও বহেরা এবং অন্যান্য জাতের ফলদ ও বনজসহ প্রায় ৬৫টি গাছের চারা রোপণ করেন।
Leave a Reply