বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বাম গণতান্ত্রিক জোটের হরতালে সারাদেশে হামলা ও গ্রেফতারের বিচার, নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবিতে মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন করেছে।
শনিবার, ২৫ নভেম্বর দুপুরে শহরের চৌমোহনা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলুর সভাপতিত্বে নেতৃবৃন্দ বলেন, ১৫ বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার জনগণের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করে জনগণের ভোটাধিকারকে নির্বাসনে পাঠিয়েছে। কথায় কথায় উন্নয়নের ধোয়া তুলে প্রকৃতপক্ষে দেশকে পরিণত করেছে লুটপাটের স্বর্গরাজ্যে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। সিন্ডিকেট না ভেঙে বরং সিন্ডিকেটের পক্ষে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। সরকারের প্রতি জনগণের সমর্থন আর নেই।
Leave a Reply