মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌরসভা মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করে।
পৌর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ ও প্যানেল মেয়র ফয়সল আহমদ। সভাপতিত্ব করেন পৌর মেয়র ফজলুর রহমান।
রনধীর রায় কানুর সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদেরকে পৌরসভার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply