মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বিজয়ার শোভাযাত্রা আর দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব ।
জগতের শান্তি ও মঙ্গল কামনায় বিকেলে মৌলভীবাজার শহরের প্রতিটি পূজামণ্ডপ থেকে ট্রাক, পিকাপ ভ্যান আর রিক্সা ভ্যানে করে দুর্গা প্রতিমা নিয়ে চৌমুহনায় মিলিত হন আয়োজকরা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শঙ্খ, ঢাক-ঢোলের তাল আর তরণদের নৃত্য-গান শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করে।
এ সময় দেবীকে ভক্তি জানাতে রাস্তার দুই পাশে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভীড় করেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মনু নদীর চাঁদনীঘাট এলাকায় বিসর্জন ঘাটে গিয়ে শেষ হয়। পরে একে একে প্রতিমা বিসর্জন দেয়া হয়।
Leave a Reply