মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানকালে পুলিশ বাঁধা প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা বিএনপির সভাপতি নাসের রহমান সমর্থক নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে প্রধান ফটকে পুলিশ বাঁধা দেয়। পরে অবশ্য সহ সভাপতি আব্দুল মুকিতের নেতৃত্বে তিন নেতাকে ভিতরে যাবার অনুমতি দিলে তারা এনডিসি বসিরুল ইসলামের কাছে স্মারকলিপি দেন।
এরপর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে আরো তিন নেতা একই দাবিতে এনডিসির কাছে আরো একটি স্মারকলিপি দেন।
Leave a Reply