মৌলভীবাজারের সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ) ইসলামী সোসাইটি-বিআইএস আয়োজিত জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ রবিবার, ৩ মার্চ (১৯ ফাল্গুন) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিআইএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবেরর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্রিটেন প্রবাসী সংগঠনের চিফ পেট্রন কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড সৈয়দ আশরাফুর রহমান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম মাহবুব, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ডা ছাদিক আহমদ, রাজনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শাহানারা রুবি, বিশিষ্ট সমাজসেবী মনোয়ারা জমির ও সংগঠনের আজীবন সদস্য সৈয়দ এমরান আলী। সঞ্চালনায় ছিলেন বিআইএস উপ পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াসিম আহমেদ নিশান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজারে মেডিক্যাল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এলাকার অবকাঠামোর উন্নয়ন সহ এলাকাবাসীর যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নে সচেষ্ট থাকার অঙ্গীকার ঘোষণা করেন। সংবাদদাতা
Leave a Reply