মৌলভীবাজার প্রতিনিধি : ২০১৭-১৮ সালের জন্যে গণমুখী ও উন্নয়নমূলক বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও যুবলীগ মিছিল করেছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের চৌমোহনা থেকে জেলা আওয়ামী লীগ মিছিল বের করে। দলের জেলা সাধারণ সম্পাদক নেছার আহমদের নেতৃত্বে এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
এদিকে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের নেতৃত্বে শহরে আরেকটি মিছিল বের করা হয়।
মিছিল শেষে এক সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এবার ঘোষণা করা হয়েছে।
Leave a Reply