মৌলভীবাজার প্রতিনিধি : ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে সেহরি ও ইফতার সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তর মুলাইমে সংগঠনের উপদেষ্ট দিলদার মিয়ার বাড়িতে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু ২০০ পরিবারের মাঝে এসব বিতরণ করেন।
বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, জেলা তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক কাদির আল হাসান, আব্দুর রহিম ও মঈনুল ইসলাম।
এ সময় জানানো হয়, সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও রমজান মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
Leave a Reply