মৌলভীবাজার প্রতিনিধি : পয়লা বৈশাখের নতুন ভোরে নানা আয়োজনে ১৪২৪ বাংলাকে বরণ করে নিলেন মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ।
সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, জনমিলনকেন্দ্র ও পৌরসভা প্রাঙ্গণে বর্ষবরণ মঞ্চে সমবেত কন্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো…’ এই আগমনী সংগীতে নববর্ষকে আবাহন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। পরে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির বিকাশে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আবৃত্তি, নৃত্য, নাটিকা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে পুরোনো বছরকে বিদায়ের সাথে সাথে নতুন বছরকে বরণ করতে মৌলভীবাজারে বৃহস্পতিবার দুই দিনব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব শুরু হয়।
চৈত্রের পড়ন্ত বিকেলে মৌলভীবাজার জনমিলন কেন্দ্র প্রাঙ্গণে উদীচী শিল্পী গোষ্ঠী, ধ্রুবতারা ললিতকলা একাডেমী ও উত্তরণ খেলাঘর আসর সহ ৮টি সংগঠন এ উৎসবের আয়োজন করে।
এতে শিল্পীরা নাচ. গান ও আবৃত্তি পরিবেশন করেন।
Leave a Reply