মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পৌরসভা স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ। পুনর্মিলনীর আহবায়ক আসিকুর রহমান মোসাররফের সভাপতিত্বে ও আবু সুফিয়ানের পরিচালনায় এতে দেশে ও বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
Leave a Reply