মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বুদ্ধিমন্তপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আশফাকুর রহমানের পরিবারের পৃষ্ঠপোষকতায় হাজী সহিদুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে ৮টি দল অংশগ্রহণ করছে।
রবিবার বুদ্ধিমন্তপুর মাঠে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বুদ্ধিমন্তপুর সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি মো আকতারুজ্জামান ও প্রবাসী আশফাকুর রহমান।
Leave a Reply