মৌলভীবাজার প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ক্যামেরাপার্সন, ভিডিও এডিটর ও অফিস স্টাফদের হাতে এই উপহার তুলে দেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উপহারসামগ্রীর মধ্যে ছিল শাড়ি, পোলাও চাল, সাধারণ চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, সেমাই ও হাত ধোয়ার সাবান।
এসময় কর্মহীন হয়ে পড়া অসহায় শতাধিক মৎসজীবী পরিবারের মাঝেও প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
এসব বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ এস কাঁকন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো রফিকুল ইসলাম।
Leave a Reply