মৌলভীবাজার প্রতিনিধি : করোনা মোকাবেলায় মৌলভীবাজারের সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৭ উপজেলায় ৫০ লাখ টাকার স্বাস্থ্যসুরক্ষা উপকরণ সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই স্বাস্থ্যসুরক্ষা উপকরণের মধ্যে ছিল, ১ লাখ ২০ হাজার মাল্টিইউজেবল থ্রি লেয়ার মাস্ক, ৪০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও ৪০ হাজার সাবান ।
বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ হস্তাস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সভাপতিত্ব করেন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার-অপরাধ ও মিডিয়া হাসান মো নাসের রিকাবদার।
অনুষ্ঠান শেষে শহরের চৌমোহনা চত্বরে সাধারণ মনুষের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply