মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌরসভার ৮৪টি মসজিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান লাভ করেছে।
মঙ্গলবার সকালে পৌর জনমিলন কেন্দ্রে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুল ইসলাম।
পরে পৌরসভার মেয়র ফজলুর রহমান মসজিদের ইমামদের হাতে অনুদানের চেক তুলে দেন।
চেক বিতরণের আগে মোনাজাত পরিচালনা করেন, টাউন দেওয়ানী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন।
Leave a Reply