মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার সকাল ১১টায় মৌলভীবাজার সদর হাসপাতালে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এই কর্মসূচির উদ্বোধন করে নিজে প্রথম টিকা নেন।
এরপর জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র মো ফজলুর রহমান ও মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালামসহ মুক্তিযোদ্ধা কমান্ডার, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা টিকা নেন।
এ পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় করোনা টিকা নিতে নিবন্ধন করেছেন ৫ হাজার ৭৫৪ জন। এর মধ্যে রয়েছেন, মৌলভীবাজার সদরে ২৯৭ জন, রাজনগরে ৫০ জন, কুলাউড়ায় ৩৯ জন, বড়লেখায় ১০০ জন, শ্রীমঙ্গলে ২০০ জন, জুড়ীতে ৩০ জন ও কমলগঞ্জ ১০০ জন।
করোনা টিকা দিতে মৌলভীবাজার সদর হাসপাতালে ৮টি ও প্রতিটি উপজেলায় ৩টি করে বুথ খোলা হয়েছে ।
Leave a Reply