মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম আশিদ্রোন এলাকায় প্রথমবার সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে চাষা করা জমিতে উৎপাদিত ধান কাটা শুরু হয়েছে।
সোমবার বিকেলে সরকার থেকে ভর্তুকিতে দেওয়া কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ব্লক প্রদর্শনী মাঠে ধান কাটা উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপধ্যক্ষ মো আব্দুস শহীদ।
এ সময় তিনি বলেন, জিডিপির একটি বড় অংশ কৃষককূল থেকে আসে। তাই বর্তমান সরকার কৃষিখাতে সর্বোচ্চ ভর্তুকি দেয়। এছাড়া কৃষকদের জন্য সরকার ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী লুৎফুল বারীসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা।
কৃষি বিভাগ জানায়, পশ্চিম আশিদ্রোন এলাকার কৃষকরা ১৫০ বিঘা জমিতে হাইব্রিড ধান টিয়া চাষ করেছেন। জমি তৈরি, চারা রোপণ ও ধান কাটা অর্থাৎ সবই যান্ত্রিক পদ্ধতিতে করা হয়। এতে উৎপাদন খরচ অনেক কমে লাগে। যে জমিতে আগে প্রতি বিঘায় ৮ থেকে ১০ মণ ধান হতো সেখানে এবার ২৭ মণ করে হয়েছে।
Leave a Reply