মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে প্রথমবারের মতো ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে। প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন।
মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের পাশে জগন্নাথপুর উপশহর মাঠে ইজতেমার আয়োজন করা হয়েছে। তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। এতে প্রায় ৬০ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন।
ইজতেমা মাঠে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সার্বক্ষণিক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। পুরো এলাকা থাকবে সিসি ক্যামেরার আওতায়। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও থাকছে।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
Leave a Reply