মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের তীরের আঘাতে মাসাদ মিয়া নামের এক যুবক খুন হয়েছেন।
এসময় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সুমন মিয়ার সাথে প্রতিবেশী বকুল মিয়ার গাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিহত মাসাদ মিয়া শিমুলিয়া গ্রামের জমজ আলীর ছেলে। মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জনি মিয়া, ফারুক আহমদ, জুবেল মিয়া ও রুবেল মিয়া নামে ৪ জনকে আটক করা হয়েছে।
Leave a Reply