মৌলভীবাজার জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের জন্যে ‘পুষ্টির উপর সম্যক ধারণা ও পুষ্টি উন্নয়ন’ শীর্ষক একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মৌলভীবাজার শহরের একটি আবাসিক হোটেলে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের পুষ্টি উন্নয়নমূলক প্রকল্প সূচনা কর্মসূচি এর আয়োজন করে।
মৌলভীবাজারের সিভিল সার্জন তওহীদ আহমেদের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক মো মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা মো আব্দুস সাত্তার। এছাড়া বাংলাদেশে পুষ্টির বর্তমান অবস্থা ও মৌলভীবাজার জেলায় পুষ্টি উন্নয়ন সম্পর্কে ধারণা দেন, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার ড রাইসুল হক।
Leave a Reply