মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় পুলিশ ও ডাকাতের মধ্যে গোলাগুলিতে বুলু মিয়া নামের একজন নিহত হয়েছে।
পুলিশের দাবি, বুলু মিয়া একজন ডাকাত সর্দার। সংঘর্ষের সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, এসআই কোরবান আলী, কনস্টেবল নিলয়, সুরঞ্জিত দাস ও নিরুপম পাল।
মৌলভীবাজার মডেল থানার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শনিবার গভীর রাতে ১০/১২ জনের ডাকাতদল পার্শ্ববর্তী নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামে আব্দুল খালিকের বাড়িতে ডাকাতি করে যাওয়ার সময় কাগাবালা ইউনিয়নের বোরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা পুলিশের একটি টহলদল তাদের অটোরিক্সার গতিরোধ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ পাল্টা গুলি করলে বুলু মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।
পুুলিশ এ সময় আরো ২ ডাকাতকে আটক করে; কিন্তু অন্যরা পালিয়ে যায়। বুলু মিয়ার বাড়ি সিলেটের ওসমান নগরে। আটককৃত ডাকাতরা হলো, সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা গ্রামের আব্দুল বারীর ছেলে লাল মিয়া ও মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি গ্রামের হায়দর মিয়ার ছেলে আফজাল মিয়া।
বুলু মিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply