মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
আটকৃতরা হলো, কুলাউড়া উপজেলার সাদেকপুর এলাকার খন্দকার নূর এ জামান রাহেল, মৌলভীবাজার শহরের গোবিন্দ্রশ্রী এলাকার রাসেল আহমদ ও উত্তর কলিমাবাদ এলাকার মুরাদ আলী মিলন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ ও এসআই তোফাজ্জল হোসেন ফোর্স নিয়ে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের মোকামবাজার এলাকায় একটি প্রাইভেটকার থেকে ইয়াবা সহ এ তিন জনকে আটক করেন। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র মামলা সহ একাধিক মাদক মামলা রয়েছে।
Leave a Reply