মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সিএনজি অটোরিকশা চালক হোসেন মিয়াকে হত্যা করে গাড়ি চুরির প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে পরিবহণ শ্রমিক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়েছে।
পরিবহন শ্রমিকরা মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পৌর ভবনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা পাবলু মিয়া, সেলিম আহমদ ও খুন হওয়া অটোচালক হোসেন মিয়ার মাসহ অন্যরা; কিন্তু হঠাৎ করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরিবহন শ্রমিকদের। ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পৌর মেয়র ফজলুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি অটোচালক হোসেন মিয়া হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পৌর মেয়রের আশ্বাসে পরিবহন শ্রমিকরা প্রতিবাদ কর্মসূচি স্থগিত করে সড়ক ত্যাগ করেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
মৌলভীবাজার সদর থানার পুলিশ পরিদর্শক-তদন্ত গোলাম মর্তুজা জানান, শ্রমিকরা দাবি করেছেন, তাদের সঙ্গে খারাপ আচরণ এবং তাদেরকে গালিগালাজ করেছেন সেখানে দায়িত্বরত টিআই। তবে ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত করা হবে।
উলেখ্য, গত ২৪ আগস্ট হোসেন মিয়াকে হত্যা করে একদল ছিনতাইকারী তার সিএনজি অটোরিকশাটি নিয়ে যায়। এর ৩ দিন পর সদর উপজেলার বাউরঘড়িয়া এলাকার সুলতান দিঘি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
Leave a Reply