মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ সিভিল সার্ভিস উইমেন্স নেটওয়ার্কের উদ্যোগে মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওড় পাড়ের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জনপ্রশাসনে কর্মরত নারীদের উদ্যোগে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের এই বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম।
জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা শরীফুল ইসলাম ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকুল দাশ।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত একশ পরিবারকে ত্রাণ সামগ্রী হিসেবে ১৫ কেজি করে চাল ও শুকনো খাবার দেয়া হয়।
Leave a Reply