মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্থানীয় শহিদমিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, নারী সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন সহ প্রশাসনিক কর্মকর্তাগণ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর শহরে একটি শোকমিছিল বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপশার মানুষ অংশ নেন। এছাড়াও জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে আলোচনা সভা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা সহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
Leave a Reply