মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বিভিন্ন সামাজিক সংগঠন দুস্থদের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছে।
শনিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে আত্মার আত্মীয় নামের সামাজিক সংগঠন এসব সামগ্রী বিতরণ করে।
সদর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৪০০ দরিদ্র পরিবারকে এসব সামগ্রী দেওয়া হয়। এর মধ্যে রয়েছে চাল, তেল, আলু, পিয়াঁজ, ছোলা ও গুড়ো দুধ।
এদিকে সদর উপজেলার কাজিরবাজর এলাকায় হ্যান্ডস টু হ্যান্ডস নামের আরেকটি সামাজিক সংগঠন আখাইলকুড়া ইউনিয়নের দরিদ্র প্রায় ৫০০ পরিবারকে চাল, তেল, পিয়াঁজ, ছোলা, লবন, খেজুর দিয়েছে।
Leave a Reply